মোঃ আলমগীর হোসেন (খাগড়াছড়ি প্রতিনিধি) ।।
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্র নায়ক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম শুভ জন্মদিন উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহমত উল্যাহ’র সভাপতিত্বে বেলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নেকবর আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি টিপু সুলতান,ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, সে সাথে এগিয়ে যাচ্ছে পার্বত্যাঞ্চল। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য বক্তারা প্রধানমন্ত্রীর জন্মদিনে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ করেন।