মোঃ আবেদ আহমেদ (বিশেষ প্রতিনিধি) ।।
পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ) উপলক্ষে (২৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে ১২ রবিউল আউয়াল হযরত মুহাম্মদ (সঃ) এর জন্মদিন উদযাপন করেন। এ সময় শ্রীমঙ্গল উপজেলা শহরে বিভিন্ন মাদ্রাসা ও ধর্মীয় সংগঠনের র্যালি চলাকালীন সময় শ্রীমঙ্গল শহরে যানজট নিরসনে সেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ( আমাসুফ) শ্রীমঙ্গল উপজেলা কমিটি ও নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা কমিটি।
এসময় উপস্থিত ছিলেন আইন মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন এর সিনিয়র সহ সভাপতি মোঃ নাছির আহমেদ, উবায়দুল হক মুরাদ সহ সভাপতি, সাধারণ সম্পাদক উত্তম রায়, সহ-সাধারণ সম্পাদক মিঠুন দেব, সাংগঠনিক সম্পাদক পীযূষ মোদক, সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সজল রায়, ত্রান ও পূর্ণবাসন সম্পাদক রাধাকান্ত কৈরী, সমাজকল্যাণ সম্পাদক রাসেল রানা ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক অনিক রায়, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন, সদস্য কানু দাশ, সদস্য হৃদয় দাশ, সদস্য অনিক দেবনাথ, সদস্য সম্পদ রায়, সদস্য শ্রাবণ দাশ।
এতে আরো উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলার সভাপতি আমজাদ হোসেন রনি,সহ কমিটির সদস্যবৃন্দ।