মো. আলমগীর হোসেন (খাগড়াছড়ি প্রতিনিধি)।।
“তুচ্ছ নয় রক্ত দান, বাঁচাতে পারে একটি প্রাণ” এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় “ব্লাড ডোনার্স মাটিরাঙ্গা ছাত্রলীগ” এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ‘ব্লাড ডোনার্স মাটিরাঙ্গা ছাত্রলীগ’ এর প্রতিষ্ঠাতা ও মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তসলিম উদ্দিন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন, ‘ব্লাড ডোনার্স মাটিরাঙ্গা ছাত্রলীগ’ এর পরিচালক শেখ সানি, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহিন আলম, মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজ শাখার সভাপতি বাবলু বড়ুয়া, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।