বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২,  আহত ৪


সোহেল রানা বাবু (বাগেরহাট প্রতিনিধি) ।।

বাগেরহাটের মোড়েলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাইনবোর্ড বগী আঞ্চলিক মহাসড়কের মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের অদূরে সিএনসি নামক স্হানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রায়েন্দা থেকে মোড়েলগঞ্জ গামী একটি পালসার মোটরসাইকেল এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সি বি জেড মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে দুই বাইকে থাকা ছয় আরোহীর মধ্যে মোড়েলগঞ্জ পূর্ব সরালিয়ার এনামুল বেপারী ঘটনাস্হলেই নিহত হয়। বাকী পাঁচজনের অবস্হা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মোড়েলগঞ্জ পঞ্চকরন এলাকার রাকিবুল হাওলাদার চিকিৎসাধীন অবস্হায় সেখানে মারা যায়। আহত বাকী চারজনের অবস্হা আশংকাজনক। এদের প্রত্যেকের বাড়ী মোড়েলগঞ্জের বিভিন্ন এলাকায়।

পুলিশ ঘটনাস্হল থেকে একজনের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্হা গ্রহন করছে।বাগেরহাট জেলা পুলিশ মিডিয়া সেল এর প্রধান সমন্বয়কারী ডিআইওয়ান সৈয়দ বাবুল আখতার এসব তথ্য নিশ্চিত করেছেন।।।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles