বরগুনায় চাঞ্চল্যকর হৃদয় হত্যা মামলার রায় ঘোষণা।

বরগুনায় চাঞ্চল্যকর সুজন হৃদয় হত্যা মামলায় জড়িত ১৯ শিশুর রায় আজ ঘোষণা করেন আদালত।

বরগুনা জেলা কারাগারের সেফহোম থেকে ১৬ শিশুকে সকাল ৯টায় আদালতে হাজির করা হয়। বাকি ৩ শিশু জামিন নিয়ে পলাতক রয়েছে। বরগুনার শিশু আদালতের বিচারক ও সিনিয়র জেলা জজ মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।  বরগুনা আলোচিত হৃদয় হত্যা মামলার শিশু আদালত বিভিন্ন মেয়াদে ১৬ জনের সাজার রায় ঘোষণা করেন। ১০ বছর মেয়াদে ১২ জন আসামীরা হলেন ইউনুছ কাজী ওরফে ইউনুছ, মো: রানা আকন, মো: ইমন হাওলাদার, মো: জুয়েল কাজী, মো: নয়ন হাওলাদার (পলাতক), মো: সজিব (পলাতক), নাজমুল শিকদার, রাইয়ান বিন অন্তর ওরফে অন্তর, সিফাত ইসলাম (পলাতক), মো: মোশারেফ, মো: সাইফুল মৃধা, মো: রাব্বি। ৭ বছর মেয়াদে ৪ জন আসামীরা হলেন মো: সাগর গাজী, মো: সাইফুল কাজী, সোহাগ কাজী, মো: ফাইজুল ইসলাম। ৩ জন আসামীকে বেখসুর খালাস দেয়া হয়েছে। এরা হলেন মো: শফিকুল ইসলাম, মো: নাঈম কাজী, মো: রবিউল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান বাবুল।

সুজন হৃদয় বরগুনা সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট থেকে ২০২০ সালে এসএসসি পরীক্ষা দেয়। ২০২০ সালের ২৫ মে ঈদের দিন সে বন্ধুদের সঙ্গে সদর উপজেলার গোলবুনিয়া নামক বাজার সংলগ্ন পায়রা নদীর পাড়ে ঘুরতে যায়। সেখানে নদী তীরে বসা নিয়ে বন্ধুদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরই জেরে বন্ধুরা তাকে পিটিয়ে যখম করে। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এঘটনায় হৃদয়ের মা ফিরোজা বেগম বরগুনা থানায় হত্যা মামলা করেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles