সোহেল রানা বাবু (গেরহাট প্রতিনিধি) ।।
চার দফা দাবি আদায়ে ৪১ তম দিনের মতো বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে অবস্হান ধর্মঘট ও বিক্ষোভ করেছে বাগেরহাট সরকারি ম্যাটস শিক্ষার্থীরা (২৬ সেপ্টেম্বর) সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে অবস্হান নিয়ে চারদফা দাবি আদায়ে বিক্ষোভ করতে থাকে ।তারা বিভিন্ন দাবি আদায়ে শ্লোগান দেয়। তারা বলেন ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সরকারী হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্হ্য কেন্দ্রগুলোতে ২০ হাজারের বেশি শূন্য পদে ম্যাটসের শিক্ষার্থীদের নিয়োগ বন্ধ রেখে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এতে করে ম্যাটস শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দেয়ারও দাবী জানান তারা।
গত ১৬ আগষ্ট থেকে চার দফা দাবি আদায়ে বাগেরহাট ম্যাটসের ৬ শতাধিক শিক্ষার্থীসহ সারা দেশে ১৩ টি সরকারী ম্যাটসের প্রায় ৫ হাজার শিক্ষার্থী ক্লাস ও পরিক্ষা বর্জন করে একযোগে অনির্দিষ্ট কালের ধর্মঘট চালিয়ে যাচ্ছেন।