মো: আলমগীর হোসেন (খাগড়াছড়ি প্রতিনিধি)৷৷
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় ঔষধ ও বিদেশী মদ সহ জ্যোতিকা ত্রিপুরা (৩২) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
সোমবার ২৫ সেপ্টেম্বর রাতে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ধন্তিরামপাড়া হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত জ্যোতিকা ত্রিপুরা স্থানীয় কালা ত্রিপুরার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুদ আলম পাটওয়ারীর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ৬ বোতল বিদেশী মদ ও ২৩ হাজার পিস ভারতীয় ঔষুধসহ জ্যোতিকা ত্রিপুরাকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘ দিন ধরে চোরাচালান ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো: জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।