আনমনে
ফেরদৌস আক্তার।।
বহু প্রহর গেলো কেটে থ
তবু জানা হলো না তোমাকে ।
বৃষ্টি ভেজা কোনো শহরে
পাইনি কেনো তোমায় পাশে ।
চায়ের কাপে চুমুক দিয়ে
দেখোনি কেনো অবাক নয়নে ।
ভালোবাসি শব্দটি শুনে
পারিনি কেনো নির্বাক হতে।
চাঁদনি রাতে শুধুই দুজনে
বলবো কথা চোখে চোখে
ছিলো না কেনো এমন চাওয়া হৃদয়ে।
বেলী ফুলের মালা গেঁথে
দাওনি কভু খোঁপায় পরিয়ে ।
হয়নি বিচরণ তোমার সাথে
স্বপ্নের আঙ্গিনাতে ।
তবু তোমায় খুঁজি একাকী হলে ।
আকাশের নীলে ,ঝিরিঝিরি বৃষ্টিকে ছুঁয়ে।
রবির খরতাপে ,নিস্তব্ধ বিকেলে
এক পসলা বৃষ্টির রূপে
ভিজাও আমায় অবিরত শিহরণে।
০৮-০৬-২০২২