কবিতা আমায় কানে কানে বলে
“ওহে কবি,শোন প্রাণ ভরে
নায়িকা তোমার কবিতা নিজে
চায়না তোমায় দুঃখ দিতে,
দুঃখ পেরিয়ে সুখের ঠিকানা
কেবলই অনিঃশেষ”-
কবির কবিতা এই পরিচয়,
কবিতার নাকি শুভ পরিণয়,
দুঃখ সুখের পথকে চেনায়,
বিরহ মিলনের মাধুর্য বাড়ায়,
অনুভব তার দোল খেয়ে যায়
কবিমনের প্রেম আঙিনায়
কি যে মোহনীয় আবেশ!
বুঝলে তো অনিমেষ?
লেখক : এসএম জাহাঙ্গীর আলম সরকার পিপিএম