মাহেরমজান এর শেষে ঈদ- উল ফিতরের আনন্দ শেষ হতে না হতেই কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া। বৃদ্ধি পাচ্ছে ডায়রিয়ায় প্রাদুর্ভাব। ইতোমধ্যেই গত ৫ দিনে উপজেলা স্বাস্থ্যকমপ্লে ভর্তি হয়েছে ৪৬ জন ডায়রিয়া রোগী।
বৃহস্পতিবার ( ৫ মে) বিকেল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন আছে ৪৩ জন ডায়রিয়া রোগী এ ছাড়া অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
সরেজমিন খোঁজ নিয়ে জানায়ায় উপজেলার বিভিন্ন গ্রামে ডায়রিয়া রোগীর আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। উপজেলার বড়ছয়সূতী গ্রামের বাক্কি মিয়া, রাণীর মা, আলমগীরের মা, কালামের স্ত্রী, ধূপাখালী গ্রামের রশিদের স্ত্রী, নাছিরাকান্দা গ্রামের ফারুক মিয়াসহ বেশ কয়েকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহন করেছেন এবং দুই একজনের অবস্হা আশংঙ্কা জনক হওয়ায় তাদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আশার কথা এখন পর্যন্ত ডায়রিয়ায় মৃত্যর কোন সংবাদ পাওয়া যায়নি।
কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্যকমপ্ল সুত্রে জানা যায় গত ১ মে থেকে ৫ মে পর্যন্ত বিকেল ৩ ঘটিকা পর্যন্ত সময়ে হাসপাতালে ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছে ৫৬ জন রোগী এর মধ্যে মহিলা ১৮, শিশু ১৩ ও পুরুষ ১৫ জন রোগী।
ছয়সূতী বাজারের পল্লি চিকিৎসক আঃ মান্নান জানান গত দুই দিনে তিনি দুই জন শিশুসহ অন্তত ১০ জন ডায়রিয়ায় রোগীর চিকিৎসা করেছেন।