সামিহা সায়েদ সামি।।
আমি আকাশ দেখি,
আকাশের বুকে স্বপ্ন আঁকি।
রংধনুর সাত রং দেখি,
তার মাঝে রঙ বেরঙের স্বপ্ন আঁকি।
ফুলের মাঝে হাসি দেখি,
হাসির মাঝে স্বপ্ন আঁকি, আকাশে বাতাসে জমিয়ে রাখি।
দেখি আমি আকাশ পানে,
স্বপ্ন কী আমার আকাশ জানে,
স্বপ্ন আমার ভেসে যায় বাতাসের কম্পনে,
স্বপ্ন আমার ঘুরে বেড়ায় গহন বনে।
স্বপ্ন আমার আছে মিশে,
আমার সঙ্গে আমায় ভালোবেসে।
আমি আর স্বপ্ন দুজন মিলে
ঘুরে আসি গভীর জলে,
ঘুরে আসি স্নিগ্ধ গগনে।
ঘুরে আসি অচিনে,
বহুদূর বহুদূর এক অজানাপুরে
অনেক দূরে অনেক দূরে,
কখনো হয়ে যাই পাখি,
আবার কখনো বা ভাইয়ের হাতের রাখি।
যার মাঝে অনেক স্বপ্ন লুকিয়ে রাখি।
অনেক অনেক স্বপ্ন আঁকি, আপন মনে স্বপ্ন দেখি।
আপন মনে স্বপ্নেন রং মাখি,
স্বপ্নের রং দিয়ে দোল খেলি,
সপ্ন আমার বসন্তের রং বেরঙের কলি।
স্বপ্ন ঝিঁঝি পোকার ঝিঁঝি গান,
স্বপ্ন আমার কোকিলের কুহুতান
স্বপ্ন আমার জীবনের শক্ত এক জল,
স্বপ্ন আমার সঙ্গী আছে থাকবে অনন্তকাল।
লেখক: সামিহা সায়েদ সামি, শিক্ষার্থী, সপ্তম শ্রেণী, সূচিপাড়া উচ্চ বিদ্যালয়, চাঁদপুর