এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম।।
এসোহে বৈশাখ এসো নতুন চেতনার জান্ডা নিয়ে
আর্ত মানবতার কল্যানে নিবেদিত প্রাণে
সমাজ থেকে অশুভ শক্তি নিমূলের প্রত্যয়ী হয়ে
নববর্ষের রক্তিম নতুন সূর্যদয়ের স্নিগ্ধতা নিয়ে।
মুক্তমনা মানুষের গণজাগরণের উচ্ছাস হয়ে
বৈশাখ এসেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের
শিল্প সাহিত্য ইতিহাস ঐতিহ্য মুক্তচিন্তার মাধ্যমে
যুক্ত হতে বাঙালী সংস্কৃতির শেকড়ের সন্ধানে।
বর্ষবরণে অশুভ শক্তির বিনাশে মঙ্গল শোভাযাত্রা
নান্দনিক সাজে তরুণ তরুণী আবাল বৃদ্ধা
শিল্পীর তুলিতে ফুটিয়ে তুলা বর্ণীল প্রকৃতি
শহর- বন্দর গ্রাম সর্বত্র উৎসবের আমেজ।
বাংলার আবহমান কালের সংস্কৃতির গতিধারায়
চৈত্রসংক্রান্তি পালনের মধ্যদিয়ে বিদায়ের সুরে
পুড়নো বছরের ধ্যানধারণা ব্যর্থতা গ্লানি থেকে
শিক্ষা নিয়ে নতুন বছরকে জানাই সুস্বাগম।