বিশ্ব কবিতা ও অরণ্য দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের আয়োজনে ২১ শে মার্চ রোজ সোমবার, হাওড়া লঞ্চ ঘাটে পালন করা হলো দিবস টি এসময় পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের আমন্ত্রিত অতিথি গন কবিতা পাঠ করেন পরে পোস্ট কাডে কবিতা লেখেন ও কবিতার বই, গাছের চারা বিতরণ করা হয়।
চন্দ্রনাথ বসুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকুল চক্রবর্তী, অতিথিরা বলেন পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের এমন ব্যাতিক্রমী সামাজিক উদ্যোগ ধারাবাহিক থাকলে সুন্দর সমাজ উপহার পাবো আমরা, বিশেষ অথিতি হিসেবে ছিলেন কবি ও একাধিক ভাষায় লেখক জান মহম্মদ, তিনি বলেন আমরা আজ এমন মহতী কাজে অংশগ্রহণ করতে পেরেছি শুধু মাত্র পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের কারনে। আরো উপস্থিত ছিলেন কর্মকার ,দেবসমিতা দাস।