বীমায় সুরক্ষিত থাকলে এগিয়ে যাবে দেশ। সবাই মিলে এবারের প্রতিপাদ্য চরফ্যাশন উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
সকালে উপজেলা চত্বর হয়ে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে উপজেলার শহরের প্রধাণ প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য জয়নাল আবেদীন আখন বলেন, জীবনের ঝুকি রোধ ও নিজের উন্নয়নের লক্ষ্যে বীমা করা অত্যন্ত জরুরি। তাই আমরা মনে করি বীমা করুন নিজের উন্নয়ন অর্থনৈতিক সচ্ছলতা গড় তুলুন বীমায় কোন লোকশান নেই।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, আলহাজ্ব জয়নাল আবেদীন আখন চেয়ারম্যান চরফ্যাশন উপজেলা পরিষদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আল নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুদ্দিন হাওলাদার জিএম সানলাইফ ইনসিওরেন্স কোঃ লিঃ দুলারহাট সার্ভিস সেল।
আরো উপস্থিত ছিলেন, এম,নোমান চৌধুরী, এজিএম দুলারহাট সার্ভিস সেল। মোহাম্মদ আলী জিন্নাহ, ফারজানা আফরোজ সখি,বিএম, মিজানুর রহমান, মাহামুদুর রহমান শিবলু, মাইনুদ্দিন, সোহাগ হোসেন, মোরশেদা বেগম, শাহাবুদ্দিন হোসেন নেছার, মিতু বেগম,ও জান্নাত বেগম প্রমূখ।
বিভিন্ন ব্যানারে পপুলার লাইফ ইন্সুইরেন্স, সন্ধানী লাইফ ইন্সুইরেন্স, জীবন বীমা কর্পোরেশনের এর কর্মকর্তা কর্মচারী গন উপস্থিত ছিলেন।