শাহীন সুলতানা।কুলিয়ারচর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
কিশোরগঞ্জের কুলিয়াচরের বড়ছয়সূতী চকবাজারের এক মুদি ব্যবসায়ী সারাদিন ব্যবসা করে ওই ব্যবসার টাকা নিয়ে বাড়ী যাওয়ার পথে ছিনতাইকারীরা রাস্তায় তাঁর গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৩৩ হাজার টাকা ও ৭ হাজার টাকা মূল্যের মোবাইলের মিনিট কার্ড নিয়ে যায়। এই ঘটনায় ওই চকবাজারের ব্যবসায়ী ও রাস্তা দিয়ে চলাচলকারী এলাকাবাসীর মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
উপজেলার বড়ছয়সূতী চকবাজারের মুদি ব্যবসায়ী নিজগাঁও গ্রামের আবুচাঁন মিয়ার পুত্র মোঃ মুনির মিয়া জানায় গত শুক্রবার ( ১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০ ঘটিকার দিকে আমি আমার দোকান বন্ধ করে রড়ছয়সূতী টু ছয়সূতী রাস্তা দিয়ে আমার নিজ বাড়ী নিজগাঁও যাওয়ার সময় বড়ছয়সূতী চকবাজার থেকে কয়েক শত গজ দূরে নিজগাঁও যাওয়ার রাস্ততার মোড়ে পৌঁছা মাত্র মুখোশ ধারী ৩ জন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে আমার গতি রোধ করে আমাকে হত্যার ভয় দেখিয়ে আমার মাথায় থাকা একটি পোলাও এর চাউলের বস্তা ফেলে দেয় এবং ওই বস্তার মধ্যে থাকা নগদ ৩৩ হাজার টাকা ও বিভিন্ন মোবাই কোম্পানির ৭ হাজার টাকা মূল্যের মিনিট কার্ড ছিনতাই করে নিয়ে যায়।
এ সময় আমি বাঁধা দিলে আমার হাতে একটি বারি মেরে নিলা ফোলা জখম করে। আমার ডাক চিৎকারে গ্রামের মানুষ এগিয়ে আসার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে রড়ছয়সূতী চকবাজারের ব্যবসায়ী ও ছয়সূতী -বড়ছয়সূতী রাস্তা দিয়ে চলাচলকারী এলাকাবাসীর মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
ঘটনা প্রসঙ্গে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ এ কে এম সুলতান মাহমুদ বলেন পুলিশ রাতে সার্বক্ষণিক ডিউটিতে থাকে, এই ধরনের কোন খবর পায়নি। খবর পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।