রুবেল আহমদ। সিলেট প্রতিনিধি।।
২৭ আগষ্ট দুপুর অনুমান ২.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জনাব মোঃ মাইন উদ্দিন খান সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর দিক-নির্দেশনায় মোঃ মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর নেতৃত্বে এসআই মো: সফিকুল আলম খান, এসআই মো: রোকনুজ্জামান চৌধুরী, পিপিএম, টিএসআই আবুল কালাম আজাদ, এএসআই সঞ্জয়, নারী সুনারা বেগম সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় দক্ষিণ সুরমা থানাধীন কদমতলীস্থ তিতাস আবাসিক হোটেলের ২য় তলার ১১১ ও ১১২ নং রুমের ভিতরে অভিযান পরিচালনা করিয়া অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আসামী ১। সাচ্ছু মিয়া @ শান্ত (২৬), পিতা-মৃত ধনু মিয়া, মাতা-মৃত আছিয়া আক্তার, সাং-শাহাজাদপুর, উচাবাড়ী, থানা-সরাইল, জেলা-বি-বাড়ীয়া, বর্তমানে-তিতাস আবাসিক হোটেল, কদমতলী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ২। গিয়াস উদ্দিন (৪৪), পিতা-মৃত আব্দুল খালিক, মাতা-মৃত রাবিয়া বেগম, সাং-গুয়াইন পূর্বপাড়া, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, বর্তমানে-ম্যানেজার, তিতাস আবাসিক হোটেল, কদমতলী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৩। মো: বাবুল মিয়া (৪০), পিতা-মৃত জহুর মিয়া, মাতা-মোছা: আফিয়া খাতুন, সাং-শাহাজাদপুর (কোয়ালীপাড়া), থানা-সরাইল, জেলা-বি-বাড়ীয়া, বর্তমানে-তিতাস আবাসিক হোটেল, কদমতলী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৪। রানা মিয়া @ রানা খালাসী (২৭), পিতা-আকবর খালাসী, মাতা-মোছা: রোকেয়া বেগম, সাং-বালিগাঁও বিক্রমপুর, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ, বর্তমানে-ভার্থখলা, বাহার মিয়ার বাসার ২য় তলার ভাড়াটিয়া, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৫। মো: হেবজু মিয়া (২৯), পিতা-মৃত সাহেব আলী, মাতা-মৃত ফুলবানু, সাং-মীরপুর, হাজী আলা বকস এর বাড়ী সংলগ্ন, থানা-বিজয়নগর, জেলা-বি-বাড়ীয়া, ৬। বৃষ্টি (২৭), পিতা-আ: কাদির, মাতা-রেহেনা বেগম, সাং-বারিক টিল্লা, লাউরেরগড় বাজারের পার্শ্বে, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ, ৭। কনকা সরকার @ শিউলী দাস (৩০), পিতা- মৃত অরমন সরকার, স্বামী-সুমন, সাং-উত্তর সানগড়, ইকরাম, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ, বর্তমানে-কদমতলী, হেলাল ফকিরের বাড়ীর ভাড়াটিয়া, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটদেরকে আটক করা হইয়াছে।
তখন উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে দেহ ব্যবসার কাজে ব্যবহ্নত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার পূর্বক ২৭ আগষ্ট সময় ২.৫৫ ঘটিকায় জব্দ করা হয়। পরষ্পর যোগসাজসে পতিতাবৃত্তি ও দেহ ব্যবসা করার অপরাধে উপরোক্ত ধৃত আসামীরা সহ পলাতক আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২৫, ২৭ আগষ্ট, ধারা-মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ (সংশো/১৩)এর ১১/১২/১৩ রুজু করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।