এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

বাঘাইহাট জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৪ মে) বিকাল চার ঘটিকায় বাঘাইহাট জোন মাঠে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে বাঘাইছড়ি ফুটবল একাডেমী ও বাঘাইহাট জোন একাদশ। খেলা শুরুর ১১ মিনিটের মাথায় বাঘাইছড়ি ফুটবল একাডেমীর পক্ষে গোল করে মোঃ মনজুরুল আলম। নির্ধারিত ৯০ মিনিটে খেলা সমাপ্ত হয়। ১-০ গোলের ব্যবধানে খেলায় জয় লাভ করে বাঘাইছড়ি টীম।

প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল তৌহিদুর রহমান, পিএসসি। বিশেষ অতিথিদের মধ্যে বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সহ বাঘাইহাট ও সাজেক ইউনিয়নের গণ্যামান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি বলেন শান্তি সম্প্রীতি রক্ষার্থে বাঘাইহাট জোন বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়ে থাকে তারই ধারাবাহিতায় আজকের প্রীতি ফুটবল ম্যাচ। তিনি আরো বলেন বাঘাইহাট জোন উদীয়মান ভালো খেলোয়াড়দের সাপোর্ট দেয়ার জন্য সর্বদা প্রস্তুত, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img