কিশোরগঞ্জের কুলিয়ারচরের বিভিন্ন গ্রাম থেকে চুরি যাওয়া ৫ চোরাই গরু উদ্ধার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
এ সময় গরু চুরি’র কাজে ব্যবহৃত একটি পিকাপ ভ্যান (নং – TATA ACE EX2), একটি দুই হাতল বিশিষ্ট লোহার কাটার, একটি দা ও একটি SYMPHONY L43 মোবাইল ফোনসহ চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ জহির উদ্দিন (৩৫) নামের এক জনকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত (২১ মে) রোজ রবিবার দিবাগত রাত্রি অনুমান ১০ টার দিকে
উপজেলাধীন কামালিয়াকান্দি গ্রামের পিতা- মৃত আঃ বারিক ভূইয়া পুত্র মোঃ মানিক ভূঁইয়া (৬০) এবং পশ্চিম তারাকান্দি গ্রামের রাশিদ মিয়ার স্ত্রী আফিয়া খাতুন (৫০), নিজ নিজ গোয়ালঘরে গরুগুলো রেখে নিজ নিজ বসতঘরে ঘুমিয়ে যান। পরে ২২ মে ভোর রাত্রি অনুমান ৪ টার দিকে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে দেখতে পান তাদের গোয়ালঘরে গরুগুলি নেই। তাদের ধারনা ২১ মে দিবাগত রাত্রি অনুমান ১০ ঘটিকা হতে ২২ মে ভোর রাত্রি অনুমান ৪ ঘটিকার মধ্যে যেকোন সময় তাদের উল্লেখিত গরুগুলি চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া গরুর মধ্যে একটি কালো রংয়ের দেশী জাতের গাভী গরু, একটি সাদা-কালো রংয়ের বকনা বাছুর, একটি লাল রংয়ের ক্রস জাতের বকনা বাছুর, একটি কাজলা রংয়ের গাভী গরু, একটি লাল রংয়ের ক্রস জাতের ষাড় গরু রয়েছে।
গরু চুরির এই সংবাদ কুলিয়ারচর থানা পুলিশ অবগত হয়ে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার) এর নির্দেশনায় ঘটনার পর পরই কুলিয়ারচর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযানে শুরু করেন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ মে) সকাল ৮ টা ১৫ মিনিটে বাজিতপুর থানাধীন সরারচর বাজার এলাকা জজ মিয়ার বসত বাড়ির সামনে, সরারচর বাজার বানীগাঁওগামী পাকা রাস্তা রাস্তায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া এই ৫ গরু উদ্ধার করেন।
এ ঘটনায় কুলিয়ারচর উপজেলাধীন কামালিয়াকান্দি গ্রামের মোঃ মানিক ভূইয়া (৬০) বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি চুরি মামলা (মামলা নং- ১৪, তারিখ- ২৩ মে ২০২৩ ধারা- 457/380 The Penal Code- 1860) দায়ের করেন।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির সংবাদ পাওয়ার সাথে সাথে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার) এর নির্দেশে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আমরা চোরাই গরু উদ্ধার করতে সক্ষম হই এবং একজনকে গ্রেফতার করি। গ্রেফতারকৃত মোঃ জহরি উদ্দনি গরুগুলি চুরির ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করেন।