ভৈরবে দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভৈরবে উৎসব মুখর পরিবেশে দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

এসময় দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার সম্পাদক সোহেল সাশ্রু’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আলহাজ্ব মো. হুমায়ুন কবির, ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. জাকির হোসেন কাজল, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম, নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান, ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম বাকী বিল্লাহ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক রাজু, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. দ্বীন ইসলাম, আওয়ামী লীগ নেতা বশীর আহমেদ বিপ্লব, যুবলীগ নেতা ইকবাল হোসেন, আসিফুদোল্লা আবু, সেলিম মিয়া, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থানায় ছিলেন, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মো. আলাল উদ্দিন, সদস্য সচিব মিলাদ হোসেন অপু ও যুগ্ম সদস্য সচিব মো. আফসার হোসেন তূর্জা।

এছাড়াও উপস্থিত ছিলেন, ভৈরব টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি আসাদুজ্জামান ফারুক, সহ-সভাপতি মো. তুহিন মোল্লা, সাধারণ সম্পাদক মোস্তাফিজ আমিন, দৈনিক সমকাল ভৈরব প্রতিনিধি মো. নজরুল ইসলাম রিপন, দৈনিক মানবকণ্ঠ ভৈরব প্রতিনিধি মো. আক্তারুজ্জামান, দৈনিক আজকালের খবর ভৈরব প্রতিনিধি কাজী আব্দুল্লাহ আল মাছুম, দৈনিক খবর পত্র ভৈরব প্রতিনিধি আব্দুর রউফ, সাপ্তাহিক জনপদ পত্রিকার যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন মোল্লা, বাংলা টিভি ভৈরব প্রতিনিধি সোহেল সেন, জিটিভি ভৈরব প্রতিনিধি এম.এ হালিম, আরটিভি ভৈরব প্রতিনিধি মো. আল আমিন টিটু, মোহনা টিভি ভৈরব প্রতিনিধি মো. জামাল মিয়া, এশিয়ান টিভি ভৈরব প্রতিনিধি আলহাজ্ব সজীব আহমেদ, মাই টিভি ভৈরব প্রতিনিধি শাহনূর, বিজয় টিভি ভৈরব প্রতিনিধি সোহানুর রহমান, দৈনিক মনোলোভা পত্রিকার ভৈরব প্রতিনিধি মনিরুজ্জামান ময়না, সময়ের দৃশ্যপট বার্তা সম্পাদক নাজির আল আমিন, সাপ্তাহিক অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক মো. শামীম আহমেদ, শাপলা টিভি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, অনলাইন নিউজক্লাব সাধারণ সম্পাদক আশরাফুল আলম, দৈনিক আমাদের নতুন সময় ভৈরব প্রতিনিধি ইমন মাহমুদ, দৈনিক স্বাধীন বাংলা ভৈরব প্রতিনিধি মো. জুয়েল মিয়া, সাংবাদিক দোলন আক্তার, সমাজসেবক শারমীন আক্তার জুঁই, নারী উদ্যোক্তা প্রতিভা আহমেদ।

কুলিয়ারচর থেকে আগত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক পূর্বকণ্ঠ ও সাপ্তাহিক দিনের গান বার্তা সম্পাদক মুহাম্মদ কাইসার হামিদ, দৈনিক পূর্বকণ্ঠ নিজস্ব প্রতিবেদক শাহীন সুলতানা, সাপ্তাহিক দিনের গান কুলিয়ারচর প্রতিনিধি মো. নাদিম, পাক্ষিক কটিয়াদী সমাচার সহযোগী সম্পাদক মো. লোকমান হোসাইন ও দৈনিক পূর্বকণ্ঠ বাজিতপুর প্রতিনিধি ওমর ফারুক।

এদিকে দৈনিক পূর্বকণ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত না হতে পেরে দুঃখ প্রকাশ করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক ভৈরব অফিস সুমন মোল্লা, দৈনিক কালের কণ্ঠ ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ ও পৌর যুবলীগর সাবেক সভাপতি শাহনেওয়াজ গাজী ও সাংবাদিক মো. মিজানুর রহমান পাটোয়ারী।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles