এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ কর্তৃক পরিচালিত দেশের বৃহত্তম বেসরকারি বৃত্তি পরীক্ষা “শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি” ২০২২ এর বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

শনিবার (২০ মে) সকাল ৯ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গাউসিয়া কমিটি বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি ও সাবেক প্যানেল মেয়র হাজী আবদুশ শুক্কুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মামুন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি জেলা শাখার সাবেক সচিব শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবদুল বারী।

মোঃ আব্দুল জলিল এর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে বাঘাইছড়ি পৌরসভার কাউন্সিল’র পারভেজ আলী, কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক, কাচালং বর্ডারগার্ড স্কুল এন্ড কলেজ এর ভাইস প্রিন্সিপাল সুমি চাকমা, উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক লিটন দত্ত, উলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলাইমান বাদশা, উপজেলা বৃত্তি পরিচালক আব্দুস সত্তার নিশাত সহ স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা হালিম লিয়াকত বৃত্তি পরীক্ষার সুফল নিয়ে আলোচনা করেন এবং এর ধারাবাহিতা বজায় রাখার জন্য আহবান জানান।

সভা শেষে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img