এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

ফকিরহাটে গভীর রাতে আবারও সড়কে ঝরলো প্রাণ

বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা একটি কয়লাভর্তি ট্রাকের পেছনে বেপরোয়া গতিতে চলা পাথর বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় চালক আহত ও সহযোগী(হেলপার)নিহত হয়েছেন।

শুক্রবার(৩১মার্চ)রাত সাড়ে বারোটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফলতিতা মৎস্য আড়ৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ঢাকা থেকে খুলনাগামী কয়লা বোঝাই ঢাকা মেট্রো(ট-১৪-৪৬৩০)দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একই দিক থেকে আসা মোল্লারহাটগামী খুলনা মেট্রো (শ-১১-২১১৩) ড্রাম ট্রাক ধাক্কা দেয়।

এসময়ে সংবাদ পেয়ে ফকিরহাট ফায়ার সাভিস স্টেশন ও মোল্লারহাট ফায়ার সাভিস স্টেশন এর যৌথ প্রচেষ্টায় সাতক্ষীরা জেলার বিনেরপোতা এলাকার আজিজ মিয়ার ছেলে ড্রাইভার শামীম (৪০)কে গুরুতর আহত অবস্থায় জীবিত উদ্বার ও সহযোগী(হেল্পার) কালু মিয়া(৩৫)কে মৃত অবস্হায় উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান।দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি পুলিশ হেফাযতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।###

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img