বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র শারিরীক সুস্থতা ও স্থায়ী মুক্তি কামনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কামনায় এতিম, ওলামা মাশায়েখ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, নেত্রকোণা জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী গণমানুষের সেবক রোটারিয়ান এম নাজমুল হাসান বলেছেন যতদিন বেঁচে থাকব ততদিন সাধারণ মানুষের সেবা করে যাব ইনশাল্লাহ।
বুধবার ২৯ মার্চ আটপাড়া উপজেলার শুকারী ইউনিয়নের দেওশ্রী উত্তরপাড়া জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রোটারিয়ান এম নাজমুল হাসান বলেন কেন্দুয়া আটপাড়া উপজেলায় আমিই প্রথম আমার ব্যক্তিগত পক্ষ থেকে যেমন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সরাসরি গিয়ে হাতে হাতে শীত বস্ত্র তুলে দিয়েছিলাম, ঠিক তেমনি একইভাবে আমিই প্রথম অসহায়, সুবিধাবঞ্চিত এবং এতিমদের মাঝে পবিত্র মাহে রমজানের আগের দিন ইফতার সামগ্রী বিতরণ পরবর্তী সকল শ্রেণীপেশার মানুষকে সঙ্গে নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করছি। আমি আশা করব আপনারা যারা সমাজের বিত্তশালী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা বিবেচনা করে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এছাড়াও তিনি কেন্দুয়া আটপাড়ার সাবেকসংসদ সদস্য মরহুম নূরুল আমিন সাহেবকে শ্রদ্ধাভরে স্বরণ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি আরো বলেন- মহান আল্লাহর রহমতে প্রশাসনের চাপ থাকার পরও প্রায় পাঁচ শতাধিক এলাকার গন্যমান্য সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, ওলামা মাশায়েখ ও এতিমগন ইফতার মাহফিলে অংশগ্রহন করেন। মোনাজাতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল মানুষের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় কেন্দুয়া আটপাড়া উপজেলার বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।