এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

কোমরে মিললো স্বর্ণেরবার, মোটরসাইকেলসহ আটক-২

যশোর ডিবি ও ঝিকরগাছা থানা পুলিশের যৌথ অভিযানে (৮৮২.৩ গ্রাম ওজনের ৪পিস) স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক হয়েছে।বুধবার (২৯ মার্চ) বিকালে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।এ ঘটনায় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো-বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আলামিন হোসেন (২৭) ও নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার জয়পুরহাট গ্রামের আওয়াল মোল্লার ছেলে মহিবুল (৩৩)।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানায়, স্বর্ণ পাচারের গোপন সংবাদে যশোর- বেনাপোল মহাসড়কের উপর ঝিকরগাছার কীর্তিপুর মোড় এলাকায় ডিবি পুলিশের (এসআই) আরিফুল ইসলাম, (এসআই) রাজেশ কুমার দাশের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম ও ঝিকরগাছা থানা পুলিশের টহল টিম অবস্থান নেয়।

ওই সময়ে বেনাপোল গামী একটা মোটরসাইকেলের গতিরোধ করে মোটরসাইকেলের চালক মহিবুল ও যাত্রী আলামিনকে আটক করে। তাদের গতিবিধি সন্দেহজনক দেখে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে যে,আসামী মহিবুলের কোমড়ে বিশেষ কায়দায় স্বর্ণের বার রক্ষিত রয়েছে। ধৃত আসামীর শরীর থেকে ও আসামীর দেখানো মতে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৮৮২.৩ ওজনের ৪পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

যার আনুমানিক মূল্য ৮০ লক্ষ টাকা এবং এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img