এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

বদরগঞ্জে বিএনপির আহবায়ক কমিটি গঠন

রংপুরের বদরগঞ্জের পৌর বিএনপির ৩০ সদস্যর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।গতকাল মঙ্গলবার জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর সাক্ষরিত এ কমিটি অনুমোদন প্রদান করেন।

নতুন এই পৌর বিএনপির কমিটিতে স্হান পেয়েছে বদরগঞ্জ মহিলা কলেজ সহযোগী অধ্যাপক আজিজুল হক (আহবায়ক)কমল লোহানীকে (সদস্যসচিব)করে ৩০সদস্য কমিটি করা হয়েছে।

তবে এ পৌর বিএনপি কমিটিতে অনেকে মেনে নিতে পারছে না তারা বলছে দীর্ঘদীন ধরে লড়াই সংগ্রাম ও ত্যাগ স্বীকার করা নেতা কর্মীরা এ কমিটিতে স্হান পায়নি।

জানতে চাইলে ছাত্রদল নেতা মাইনুল ইসলাম রাব্বি বলেন,বদরগঞ্জ পৌর বিএনপির কমিটি সম্পূর্ণ পকেটে কমিটি হয়েছে। এই কমিটি দলের জন্য অপূরনীয় ক্ষতি হয়ে গেলো।প্রকৃত নেতা কর্মীদের মূলায়ন করা হয়নি।আমি জেলা কমিটি কাছে বিনীত অনুরোধ করছি এই কমিটি কে সংশোধন করে পুনরায় যোগ্য নেতাদের অন্তর্ভুক্ত করা।

নাম প্রকাশ না করার শর্তে পৌর বিএনপির সাবেক এক নেতা বলেন,কমিটি তো না এটা সার্কাস কমিটি।বদরগঞ্জ বিএনপিকে ডোবার জন্য উদ্দেশ্য মূলকভাবে এ কমিটির করা হয়েছে।

বদরগঞ্জ পৌর বিএনপির নবনির্বাচিত আহবায়ক সহযোগী অধ্যাপক আজিজুল হক বলেন,জেলা দীর্ঘদীন পর্যবেক্ষণ করে ও যাচাই বাছাই করে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।তিনি আরো বলেন,
এখন থেকে বদরগঞ্জ বিএনপিকে একটি আধুনিক মডেল সংগঠন উপহার দেওয়ার প্রথম কাজ হবে আমার।আমি আমার সকল কর্মী ভাইকে সাথে নিয়ে আওয়ামী দুঃশাসন বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যাব
আশা করি সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমাকে সার্বিক ভাবে সহযোগিতা করবে।

জানতে চাইলে বদরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাহান বলেন,সঠিক কমিটি হয়েছে বলে আমি মনে করি।জেলা ভাল করে যাচাই বাছাই করে আজিজুলকে কমিটির প্রধান করেছে। তিনি আরো বলেন, আজিজুল একজন দক্ষ সাংগঠনিক মনের মানুষ। তিনি সাবেক সফল ছাত্রনেতা ছিলেন।এছাড়া সাবেক ডাকসুর এজিএস ছিলেন ও একজন ব্যবসায়ী।

উপজেলা বিএনপির আরেক নেতা বলেন,আজিজুলকে পৌর বিএনপির দায়িত্ব অর্পণ করায় দল এখন আগের চেয়ে আরো উজ্জীবিত হবে। নেতাকর্মীদের মন মানসিকতা আরো সজীবতা ফিরে আসবে।আমি আজিজুল স্যারের রাজনৈতিক সাফল্য কামনা করি।

এবিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু মুঠোফোন বলেন,আমরা বদরগঞ্জ উপজেলা একজন সঠিক ব্যক্তিকে দায়িত্ব দিয়েছি।আশা করি তিনি দলকে আধুনিকায়ন ভাবে ঢেলে সাজাবে।পকেট কমিটি হয়েছে এবিষয়ে তিনি বলেন, বিএনপি একটি বৃহত্তর সংগঠন অনেকেরই মন খারাপ হতে পারে।পরে ঠিক হয়ে যাবে।তাছাড়া পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্যারের সুপারিশ ক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img