নারী (৩)

মো: শান্তনু ইসলাম

নারী মানে মা
নারী মানে ঋণ,
মানব জীবন অসম্পূর্ণ
নারী বিহীন ।

নারী হলো সহকর্মী
নারী সহপাঠী,
নারী- পুরুষ সহযাত্রী
একই সাথে হাটি।

নারী করে রাজ্য শাষণ
নারী সাজায় ঘর
নারীর হাতেই হাতেখড়ি
ক্ষুদ্র -দীর্ঘ সর।

নারীর গর্ভে জন্ম আমার
নারীর আঁচল ছায়া
নারীর প্রতি হিংস্রতা নয়
বাড়ুক সবার মায়া।

নারী পুরুষ পাশাপাশি
এগিয়ে নিবে দেশ
সারা বিশ্ব দেখবে চেয়ে
বেশ বেশ বেশ।

সর্বশেষ সংবাদ