মোঃ শান্তনু ইসলাম
এভাবে তাকিও না।
অবচেতন মনে
তোমার চোখের মায়ায়
আমি হারিয়ে যাই ঐ দূর নীলিমায়।
এত কাছে এসো না।
যতটুকু দূরত্বে খুব সহজেই
মিশে যাওয়া যায়
যৌবনা নদীর অতল সীমানায়।
এত ভালবেসো না।
যে ভালবাসায় হৃদয় হয় সুবাসিত
এবং একই সমান্তরালে তা
কাঁটার আঘাতে হয় ক্ষত বিক্ষত।
বরং তুমি কাছে এসে,
ক্ষানিক হেসে,
আমার পাশে এসে বসো।
এখনই ঝুম বৃষ্টি নামুক
মুছে যাক গ্লানি মুছে যাক ক্ষরা
ভালবাসায় শুদ্ধ হোক
আপন ভূবন ধরা।