মাধবপুরে ১৯০ জন শিক্ষার্থী পেলেন সৈয়দ ফয়সল মেধাবৃত্তি

-হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ মোঃ ফয়সল মেধাবৃত্তি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

(৪ মার্চ শনিবার) দুপুরে নোয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল। সভাপতিত্ব করেন সায়হাম গ্রুপের পরিচালক ও মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন হবিগঞ্জের প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় মিডিয়ার কর্মীগন।
অনুষ্ঠানে উপজেলার ১৯০ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে এবং মেধাবী শিক্ষার্থীদের জনপ্রতি ৫ হাজার টাকা, সার্টিফিকেট, ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ