নির্বাচন কমিশনের দেয়া সকল দায়িত্ব পালনে প্রস্তুত পুলিশ : আইজিপি

পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের দেয়া সকল দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে পুলিশ। ২৭ ফেব্রুয়ারি (সোমবার) বিকেলে চাঁদপুর পুলিশ লাইন্সে আয়োজিত পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি আরো বলেন, বাংলাদেশ পুলিশ শতবর্ষ পুরনো একটি সংগঠন। দেশের প্রচলিত আইনেই পুলিশ প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। তাই প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার মাধ্যমে পুলিশ ইতোপূর্বে আইন-শৃঙ্খলা রক্ষার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেছে এবং আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সক্ষম এবং সকল প্রস্তুতি রয়েছে।তিনি বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে এবং কমিশনের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশকে যে দায়িত্ব নিতে হবে তা যথাযথভাবে পালনে পুলিশ প্রস্তুত রয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর নৌ-অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, আমন্ত্রিত অতিথিবৃন্দসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন।

সর্বশেষ সংবাদ