কেন্দুয়ায় কৌশলে বিষ খাইয়ে বনবিড়ালকে হত্যা

কেন্দুয়ায় রাজিবপুর বাঙ্গালিপাড়া গ্রামে কৌশলে বিষ খাইয়ে একটি বন বিড়ালকে হত্যা করা হয়েছে। হত্যার পর আবার সেই বনবিড়ালের গলায় দড়ি বেঁধে রাস্তায় ঘুরে উল্লাস করেছেন হত্যাকারী আল আমিন। বিষয়টিকে খুবই দুঃখজনক বলে জানিয়েছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ।

সূত্রে জানা যায়, উপজেলার কান্দিউড়া ইউপির রাজিবপুর বাঙ্গালিপাড়া গ্রামের পোল্ট্রি ফার্মের
মালিক আল আমি গত মঙ্গলবার রাতে কৌশলে বিষ প্রয়োগে বিপন্ন প্রায় একটি বনবিড়াল হত্যা করে। বন-বিড়ালটিকে হত্যার পর আনন্দ উল্লাস করতে গলায় দড়ি বেঁধে রাস্তায় ঘুরে ঘুরে হাসি তামাশা করে তারা। হত্যাকারী আল আমিন জানান, তার একটি পোল্ট্রি ফার্ম রয়েছে, দুই দিন আগে ওই ফার্মে কিছু মুরগির বাচ্চার ক্ষতি করেছে এই বন-বিড়ালটি। এজন্য রাতে একটি মরা মুরগি বাচ্চার ভেতরে বিষ ঢুকিয়ে রাখা হলে তা খেয়ে বনবিড়ালটি মরেছে। এলাকায় এইভাবে আরো ২/৩ টি প্রাণী মারা হয়েছে বলে আল আমিন ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী জানান।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভাস্কর চন্দ্র তালুকদার জানিয়েছেন, বন বিড়াল খুবই উপকারী প্রাণী। এর খাবারের বড় অংশ হচ্ছে ঘাসফড়িং ও ক্ষতিকর পোকামাকড়। তাই বনবিড়াল হাঁস-মোরগ খেয়ে যতো ক্ষতি করে তার থেকে বেশি উপকার করে ক্ষেত-খামারে। তবে গৃহপালিত মুরগি, মুরগির ছানা, কবুতর প্রভৃতি এরা ধরে নিয়ে যায় বলে এই বনবিড়ালের প্রতি মানুষ অনেকটাই শত্রুভাবাপন্ন। বিপন্ন প্রায় এই প্রাণীটিকে হত্যা করা খুব দুঃখজনক বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল বলেন, বন্যপ্রাণী হত্যা করা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।

সর্বশেষ সংবাদ