সোনাগাজীর আমিরাবাদে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর পুরস্কার বিতরণ

:-
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ ইং সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক ও কাবিং প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ (৮ই ফেব্রুয়ারী বুধবার) আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বকুল বালা দেবী’র সভাপতিত্বে ও শিক্ষক আকরাম হোসনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আরুমিয়া, ইউপি সদস্য গোলাম কিবরিয়া শামিম, আহমদপুর সপ্রাবি’র সভাপতি নুর ইসলাম, চর কৃষ্ণজয় আদর্শ সপ্রাবি প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, চর কৃষ্ণজয় সপ্রাবি প্রধান শিক্ষক শেখ ফরিদ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ